বাংলাদেশের খবর

আপডেট : ২৮ October ২০১৮

চকরিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

ছাত্রলীগ নেতা আবু ইউসুফ জয় ছবি : বাংলাদেশের খবর


কক্সবাজারের চকরিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু ইউসুফ জয় (২৬) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মহানগরীর পার্ক ভিউ হাসপাতালের (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত এ ছাত্রনেতা চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর এলাকার নুরুল ইসলামের ছেলে ও চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

হাসপাতালের একজন চিকিৎসক জানান, একজন সুস্থ মানুষের দেহে রক্তে প্লাটিলেটের পরিমাণ সর্বনিম্ন দেড় লাখ থেকে সাড়ে ৪ লাখ থাকে। কিন্তু ইউসুফের রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে আসে। রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় তাকে বাঁচাতে কয়েক ব্যাগ ব্লাড দেওয়া হয়। কিন্তু তবুও তাকে বাঁচানো যায়নি।

আজ বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। স্থানীয় আ’লীগের বিভিন্ন নেতাকর্মী তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১