আপডেট : ২৮ October ২০১৮
সড়ক পরিবহন আইন বাতিল সহ ৮ দফা দাবিতে শ্রমিকদের ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার ধর্মঘটের আজ প্রথম দিন। রোববার ভোর ছয়টা থেকে শুরু হওয়া ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ধর্মঘটের কারণে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। ফলে সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। পথে পথে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। অনেকে ধর্মঘটের খবর আগে থেকে না জানায় সকালে রাস্তায় নেমে দুর্ভোগে পড়েন। বাস না পেয়ে বিভিন্ন উপজেলা থেকে জেলা সদরে স্কুল-কলেজ, অফিস-আদালতে বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ধর্মঘট চলবে । আজ রোববার পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, গণপরিবহন না থাকায় সিএনজি, অটো রিকসার মতো গাড়ি পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বাধ্য হয়ে অনেকে বেশি ভাড়া দিয়ে অফিসে যাচ্ছেন। তবে বাস না পাওয়ায় নারী ও বয়স্কদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। আতাইকুলা থেকে আসা একজন স্কুল শিক্ষক লোকমান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে এ ধরনের ধর্মঘট ডাকার কোনো মানে হয় না। পাবনা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ফিরোজ হোসেন জানান, রোববার থেকে আট দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের দুদিনের কর্মবিরতি চলছে। ৪৮ ঘন্টার মধ্যে শ্রমিকদের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার ধর্মঘট শুরু হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১