আপডেট : ২৮ October ২০১৮
নারায়ণগঞ্জ পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে হাজার হাজার মানুষকে। আজ রোববার সকাল থেকে চলা ওই ধর্মঘটের কারণে জেলার গণপরিবহন ছিল বন্ধ। এতে বাদ যায়নি অ্যাম্বুলেন্সও। আটকে দেওয়া হয় অনেক রোগীবিহীন অ্যাম্বুলেন্স। প্রায় আধাঘণ্টা আটকে ছিল খোদ প্রধানমন্ত্রীর পিএসের গাড়িও। অনেক স্থানে চলাচল করা প্রাইভেটকারে ছিটিয়ে দেওয়া হয় মবিল। রোববার সকাল ৬টা থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সাইনবোর্ড, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের (পোস্তগোলা-পাগলা-চাষাঢ়া) আলীগঞ্জ ও নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শ্রমিকেরা অবস্থান নেয়। এ সময় তারা মহাসড়কের বিআরটিসি বাস, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা ভ্যানের পাশাপাশি রোগি না থাকালে অ্যাম্বুলেন্সও চলাচল বন্ধ করে দেয়। সকাল সাড়ে ৯টায় শিমরাইল মোড়ে প্রধানমন্ত্রীর পিএস সাজ্জাদুল হাসানের গাড়ি আটকে দেয় পরিবহন শ্রমিকেরা। প্রায় আধা ঘণ্টা পর নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই মোল্যা তাসলিম হোসেন শ্রমিকদের অনুরোধ করে ছাড়িয়ে দেয়। একই সময়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা। পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে দেয়। এদিকে সকাল থেকে বেচাকেনা না থাকায় পত্রিকা পড়ে কিংবা টেলিভিশনে খবর দেখে সময় পার করছেন শহরের নিতাইগঞ্জ এলাকার পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা। যেখানে ভোর ৪টা থেকে ট্রাকে পণ্য উঠানামায় ব্যস্ত থাকে শ্রমিকেরা সেখানে শ্রমিকেরা গল্প করে সময় পার করছেন। এছাড়াও কয়েকটি গাড়িতে পণ্যলোড করা থাকলেও সেগুলোও থেমে রয়েছে দোকানের পাশে। নিতাইগঞ্জ পাইকারী খুচরা বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও ব্যবসায়ী আব্দুল কাদির বলেন, পণ্য আসা যাওয়া না করলে ব্যবসায়ীদের জন্য অনেক ক্ষতি হবে। এ দুই দিনে ২০ থেকে ৩০ কোটি টাকা ক্ষতি হবে। এর সঙ্গে সব পণ্যের দাম বেড়ে যাবে। সাধারণ মানুষ থেকে শুরু করে সবার মধ্যে এর প্রভাব পড়বে। তাই দ্রুত সরকার পরিবহনের শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমাধান করা প্রয়োজন। নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোল্যা তাসলিম হোসেন বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলা ও নিরাপত্তা রক্ষায় বিভিন্ন সড়কের মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা আছে। তাছাড়া সকাল থেকে শ্রমিকেরা যেসব জায়গায় বিশৃঙ্খলা করতে চেষ্টা করেছে তা বুঝিয়ে শান্ত করে দেয়া হয়েছে। অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সরকারি গাড়ি শ্রমিকদের বুঝিয়ে ছড়িয়ে দেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১