বাংলাদেশের খবর

আপডেট : ২৮ October ২০১৮

হালুয়াঘাট সীমান্তে দুই মাদক ব্যবসায়ী আটক

মাদক ব্যবসায়ী রফিুকুল ইসলাম রুপা (৫০) ও আলী হোসেন (৪৮) ছবি : মাজহারুল ইসলাম মিশু হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বাঘাইতলা চৌরাস্তা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম তালুকদার খবর নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাটে ভুবনকুড়া ইউনিয়নের আচকিপাড়া গ্রামের মৃত আব্দুল করিম ব্যাপারীর প্ত্রু কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিুকুল ইসলাম রুপা (৫০) ও জামগড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের পুত্র আলী হোসেন (৪৮)।

আটককৃতদের কাছ থেকে ৩৪ বোতল ফেন্সিডিল ও ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ।

হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, এ ঘটনায় পলাতক সহ মোট ৬ জনকে আসামী করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১