বাংলাদেশের খবর

আপডেট : ২৮ October ২০১৮

বরগুনায় সিঁধ কেটে ঘরে ঢুকে আ.লীগ নেতাকে হত্যা

বরগুনা ম্যাপ


বরগুনা সদর উপজেলার চালিতাতলী গ্রামে খলিলুর রহমান মোল্লা (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। খলিল বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

তার স্ত্রী লিলি বেগম বলেন, রাত ১টার দিকে ‘একদল মুখোশধারী লোক’ সিঁধ কেটে ঘরে ঢুকে তার স্বামী খলিল মোল্লার হাত-পা বেঁধে ফেলে এবং তাকে তোশক চাপা দিয়ে দুই লাখ টাকা দাবি করে। ধস্তাধস্তির একপর্যায়ে শ্বাসরোধে খলিলের মৃত্যু হয়। তিনি আরো জানান, ঘরে তারা দুজনই ছিলেন। তাদের দুই ছেলে ঢাকায় বসবাস করে এবং মেয়ে ঢলুয়া গ্রামে শ্বশুরবাড়িতে বাস করে।

বরগুনা থানার ওসি এসএম মাসুদ উজ্জামান জানিয়েছেন, খলিল মোল্লার দুই স্ত্রী। পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে। এ ছাড়া লিলি বেগমের কথায় কিছুটা গরমিল পাওয়া যাচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারব বলে আমরা আশা করছি। 

প্রতিবেশীরা জানিয়েছেন, সকালে তারা ঘরে ঢুকে লিলি বেগমের বাঁধন খুলে দিয়ে পুলিশে খবর দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১