বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০১৮

আওয়ামী লীগকে সরানো সহজ নয় : জয় 

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সংগৃহীত ছবি


বিএনপি-জামায়াত ও সুশীলরা মিলে যতই চেষ্টা করুক, আওয়ামী লীগকে সরানো এত সহজ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ শনিবার সন্ধ্যায় ঢাকার হোটেলে র্যাডিসনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশকে জঙ্গি দল বিএনপি থেকে রক্ষা করা দরকার। তাদের রক্ষা করতে এখন বাধা দিচ্ছে ঐক্যফ্রন্ট। বিএনপিকে বাঁচাতে ও পুনর্বাসন করার জন্যই এই ঐক্যফ্রন্ট তৈরি করা হয়েছে। মূলত তারেক রহমানকে পুনর্বাসন করা ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য। তারা তারেক রহমানকে নিয়ে ঐক্য করেছে। তারা কী নিরপেক্ষ হতে পারে? তাদের লক্ষ্য রাজনীতিতে তারেক রহমানকে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দেওয়া। যারা ২১ আগস্টের হত্যাকারীদের সঙ্গে হাত মেলাবে অবশ্যই তাদের আমরা গ্রেফতার করব। 

ঐক্যফ্রন্টের হুমকি আওয়ামী লীগ পরোয়া করে না উল্লেখ করে জয় বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছি। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হয়েছে। তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করবই। 

তিনি বলেন, ‘তারা দেশকে রক্ষা করতে চায়, কিন্তু কোন অবস্থা থেকে দেশকে রক্ষা করার কথা তারা বলছেন? আজকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো হত্যাকাণ্ড দেশে হচ্ছে না। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সবদিক থেকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এমন অবস্থা থেকে তারা দেশকে উদ্ধার করতে চান?’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বিএনপি যদি আমাদের মতো দশ বছর ক্ষমতায় থাকত, আওয়ামী লীগের কেউ বেঁচে থাকত? আওয়ামী লীগের একটি নেতাও বেঁচে থাকত না। আর তারা নালিশ করে আমরা গ্রেফতার করি। যারা মানুষ হত্যা করে, জঙ্গিদের পালে, ২০১৩-১৪ সালে শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে যাদের দলের কর্মীরা, আমরা অবশ্যই তাদের গ্রেফতার করব।’ 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১