আপডেট : ২৭ October ২০১৮
দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আরো এক মেয়াদে দেশ সেবার সুযোগ দিতে নৌকায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে, যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাব তাকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।’ তিনি বলেন. ‘আমি আমার জীবনকে উৎসর্গ করেছি বাংলার মানুষের জন্য। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করা, তাদের সুখী সমৃদ্ধ জীবন নিশ্চিত করা, তাদের উন্নত জীবন দেওয়াই আমাদের লক্ষ্য।’ আজ শনিবার বিকেলে বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তালতলীর উন্নয়নের জন্য একুশটি প্রকল্প উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে ঐ খালেদা জিয়া এবং তারেক জিয়া তাকে হত্যার চেষ্টা করেছিল। যে ঘটনায় আইভি রহমানসহ ২২ জন নেতা-কর্মী নিহত হয়। বিএনপির আমলে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তারা দেশের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলো কারণ তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মানুষের উন্নতিতে বিশ্বাস করে না। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করাতেই আজকে কারাগারে রয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা চুরি করলে তাকে আল্লাহও শাস্তি দেন, সেই শাস্তিই তিনি এখন ভোগ করছে। তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং ১০ ট্রাক অস্ত্র পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এ সময় দেশকে দারিদ্র মুক্ত করায় তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, একটি লোকও না খেয়ে থাকবে না, প্রত্যেকের জন্য আমরা বাসস্থান করে দেব এবং তাঁরা যেন সুন্দরভাবে বাঁচতে পারে আমরা সে ব্যাবস্থা করে দেব। দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বসভায় চলবে। প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল হিসেবে যে সম্মান পেয়েছি তা ধরে রাখতে হবে। তিনি বলেন, আপনারা অতীতে নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাই আগামীতেও নৌকা মার্কায় ভোট প্রদান করে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন। প্রধানমন্ত্রী সকলকে হাত তুলে ওয়াদা করতে বললে এ সময় উপস্থিত হাজারো জনতা দুইহাত তুলে এবং চিৎকার করে প্রতিশ্রুতি প্রদান করেন। জনসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রিজভিউল কবির সভাপতিত্ব জনসভায় করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১