বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০১৮

নদীতে নামতে প্রস্তুত ভোলার জেলেরা

নদীতে নামতে প্রস্তুত ভোলার জেলেরা ছবি: বাংলাদেশের খবর


‘মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৮’ এর ২২ দিনের  নিষেধাজ্ঞা কাটিয়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরতে নদীতে নামতে প্রস্তুত ভোলার জেলেরা।

ইলিশসম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম অর্থাৎ আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন প্রজনন ক্ষেত্রের সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার।

রোববার (২৮ অক্টোবর) রাত ১২টার পর থেকে মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে নামবেন জেলেরা।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ২২ দিন  মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।  মাছ ধরার এ নিষিদ্ধ সময়ে জেলেরা তাদের নৌকা,ট্রলার ও জাল মেরামত করে নদীতে নামতে প্রস্তুত করেছে ।

ভোলা জেলায়  প্রায় তিন লাখ জেলে নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। জেলার নিবন্ধিত জেলের সংখ্যা এক রাখ ২৫ হাজার। নিষেধাজ্ঞার ২২ দিন নিবন্ধিত জেলেদের ভিজিএফ দেয়ার কথা থাকলেও জেলার অধিকাংশ জেলেই সরকারি এ সহায়তা পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১