বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০১৮

বিএনপির আন্দোলনের ডাক ভূয়া : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগৃৃহীত ছবি


বিএনপির সরকারবিরোধী আন্দোলনের ডাককে ভূয়া অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি গত দশ বছরেও আন্দোলন করতে পারেনি, আর পারবেও না।

আজ শনিবার বিকেলে জেলার তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়। রোজার ঈদ আসলে বলে কোরবানির ঈদে, আবার কোরবানির ঈদ আসলে বলে রোজার ঈদে আন্দোলন। দেখতে দেখতে দশ বছর। দশ বছরে পারে নাই, দশ দিনে পারবে? বিএনপির আন্দোলনের ডাক ভূয়া।

তিনি বলেন, ‘বিএনপি হলো নালিশ পার্টি, কথায় কথায় মিথ্যা বলা বলে। জাতিসংঘে গিয়ে নালিশ করে। বিদেশিদের কাছে নালিশ করে। তারা জাতিসংঘের ভূয়া চিঠি নিয়ে আসে। তাদের আন্দোলনের ডাকও সেই চিঠির মতো ভূয়া।

তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১