বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০১৮

পীরগঞ্জের চতরায় আগুনে পুড়ে ছাই ২ গরু

ঘটনাস্থল পরিদর্শন করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, মো: এনামুল হক শাহীন সংগৃহীত ছবি


রংপুরের পীরগঞ্জ চতরা ইউনিয়নের চন্ডিদুয়ার গ্রামের মৃতঃ আব্দুর সাত্তারের পুত্র দিনমজুর মন্টু মিয়ার গোয়াল ঘরে  অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে ২ টি গরু মারা গেছে এবং দগ্ধ হয়েছে ৭ টি গরু এর মধ্যে আশংকাজনক অবস্থা ৩টি গরুর।

শুক্রবার রাত ১:০০ মন্টু মিয়ার গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের আধাঘন্টাকালীন প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘরের মালিক মন্টুমিয়া জানান তার এই গোয়ল ঘরে ৯টি গরু ছিল শুক্রবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে। এতে গোয়াল ঘরে থাকা ৯টি গরু অগ্নিদগ্ধ হয় এবং তৎক্ষনাত ২টি গরু মারা যায়, এখনো ৩টি আশংকাজনক অবস্থায় আছে। আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মন্টু মিয়ার দাবী। চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, মো: এনামুল হক শাহীন ঘটনাস্থল পরিদর্শন করে জানান ঘটনাটি মর্মান্তিক দিনমজুর মন্টু মিয়ার পরিবারকে স্বান্তনা দিয়ে চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও ক্ষয়ক্ষতি পরিবারটি উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাসুদার রহমান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ গরুদের চিকিৎসা পত্র দেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১