আপডেট : ২৭ October ২০১৮
মেহেরপুরের গাংনীতে ককটেল ও দেশীয় অস্ত্রসহ বিএনপি ও জামায়াতের ২২ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্য রাতে অভিযান চালিয়ে উপজেলার করমদী কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় ১৭ টি ককটেল ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, বিএনপি-জামায়াতে নেতা কর্মীরা করমদী কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠের মধ্যে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে আটককৃতদের পরিবারের দাবি তাদের বাড়ি বাড়ি থেকে আটক করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১