আপডেট : ২৭ October ২০১৮
‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসমত স্যানিটেশন- হাত ধোব নিয়মিত, থাকবো সবাই স্বাস্থ্য সম্মত- এই পতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক র্যালী বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশসিক গোলামুর রহমান, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়াসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে সেখানে হাত ধোয়া শেখানো হয় ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১