বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০১৮

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা রহিমের জানাযা সম্পন্ন

রাষ্ট্রীয় সম্মান জানানো হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিমকে ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা হুড়ারপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম গত শুক্রবার দুপুর দেড়টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি একই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি কিছুদিন যাবৎ পেটের ব্যাথায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকাল ১০টায় চান্দলা হুড়ারপাড় ঈদগাহ মাঠে গার্ড অব অনার শেষে তাকে রাষ্ট্রীয় মার্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, থানার এসআই সফিকুল ইসলামসহ পুলিশের একটি দল। নামাজের জানাযায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবুল বাশার, চান্দলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম ভুইয়া খোকন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ চান্দলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লীবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১