বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০১৮

সৌম্য-ইমরুলেই হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে


সিরিজ নিশ্চিত হয়েছিলো আগেই। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নিয়েছিলো টাইগাররা। শেষ ম্যাচে বাকি ছিল জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার। এবার সফরকারী দলকে ধবলধোলাই করলো মাশরাফিবাহিনী।

শুক্রবার সিরিজের শেষ ম্যাচে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগায় ট্রেইলর-উইলিয়ামস। বাংলাদেশের সামনে ৫ উইকেটে ২৮৬ রানের লম্বা টার্গেট দেয় তারা। জবাবে ইমরুল-সৌম্যর জোড়া শতকে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ।

সফরকারী জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের লক্ষ্য টপকানোর মিশনে নেমে কাইল জার্বিসের ওভারে ইনিংসের প্রথম বলেই লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরলেন লিটন দাস।

ওপেনিংয়ের হাল টা তাই সৌম্যকেই ধরতে হলো ইমরুলের সঙ্গে। অথচ এই সৌম্যকে বাইরে রেখেই ঘোষনা করা হয়েছিল ওয়ানডে সিরিজের দল। এই সিরিজে অভিষিক্ত ফজলে রাব্বির টানা দুই শূন্যতে বলা যায় কপাল খুলে এই বাঁহাতি ব্যাটসম্যানের।

ইমরুল-সৌম্য মিলে করলেন ২২০ রানের জুটি। এই রান করতে দুজনে খেলেছেন ২৯.৫ ওভার।

সৌম্য যখন সাজঘরের পথে তখন তার নামের পাশে ৯২ বলে ১১৭ রানের ইনিংস। এই ইনিংসে ছিল নয়টি চার আর ছয়টি ছয়। ক্যারিয়ারের দ্বিতীয় শতকটা উদযাপন করলেন শূন্যে ভেসে।

আগের ম্যাচে নার্ভাস নাইন্টিতে আউট হওয়ায় এই ম্যাচে সতর্কতার কমতি ছিল না ওপেনার ইমরুল কায়েসের। ধীরে-সুস্থে অর্ধশতক পূর্ণ। এই অর্ধশতকের ইনিংস নিয়ে গেলেন শতকে। স্বপ্নের মতো একটা সিরিজ খেলে টপকে গেলেন দেশসেরা ওপেনার তামিম ইকবালকেও। তিন ম্যাচের সিরিজে যেখানে তামিমের ছিল সর্বোচ্চ ৩১২ রান। সিরিজের প্রথম ম্যাচে ১৪৪, দ্বিতীয় ম্যাচে ৯০ আর তৃতীয় ও শেষ ম্যাচে ১১৫ রান। সব মিলে ইমরুল কায়েস করলেন ৩৪৯ রান।

এই বাংলাদেশের সামনে ২৮৭ রানও যেন মামুলি লক্ষ্য। সৌম্য-ইমরুলের বিদায়ের পর শেষের ফিনিশিংটা দেন মুশফিকুর রহিম। ৩৯ বলে ২৮ রান করে  ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন মিঃ ডিপেন্ডেবল।

শতক হাঁকানোয় ম্যাচ সেরার পুরস্কার উঠে সৌম্য সরকারের হাতে। তিন ম্যাচের সিরিজে দুই শতক আর এক অর্ধশতকের পুরস্কার হিসেবে সিরিজ সেরার পুরস্কার উঠে ইমরুল কায়েসের হাতে।

ওয়ানডে সিরিজের ধবল ধোলাইয়ের ক্ষত নিয়ে আগামী ৩ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১