বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০১৮

সৌম্যর পর ইমরুলের সেঞ্চুরি


সৌম্য সরকারের দুর্দান্ত সেঞ্চুরির পর বাংলাদেশি ওপেনার ইমরুল কায়েস তুলে নিলেন সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি। ১১২ বলে ১১৫ রানে আউট হন ইমরুল কায়েস। এর আগে ব্যক্তিগত ১১৭ রানে হ্যামিল্টন মাসাকাদজার বলে ছয় হাকাতে গিয়ে সীমানার কাছে ত্রিপানোর হাতে কাচ হয়ে ফিরে যান সৌম্য।

জিম্বাবুয়ের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারের লিটনকে হারায় বাংলাদেশ। দলের স্কোরবোর্ডে তখন যোগ হয়নি কোন রান। এরপর সৌম্য সরকার ও ইমরুল কায়েস দুর্দান্ত দুই সেঞ্চুরি করেছে। তাদের জোড়া সেঞ্চুরিতে জয়ের পথে আছে বাংলাদেশ। সর্বশেষ খবর পর্যন্ত ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছে বাংলাদেশ। 

লিটনের আউটের পর দুই ব্যাটসম্যান ঝড়ো শুরু করেন। দু'জনে গড়েন ২২০ রানের জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। ওই রান করার পথে সৌম্য সরকার ক্যাচ দিয়ে ফিরে যাবার আগে ৯২ বলে খেলেছেন ১১৭ রানের দুর্দান্ত ইনিংস। নয়টি চারের পাশাপাশি ছক্কা হাঁকান ছয়টি। তারপর ইমরুল কায়েসও পেয়েছেন সেঞ্চুরি। এর আগে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। দ্বিতীয় ম্যাচে খেলেন ৯০ রানের ইনিংস।

দ্বিতীয় উইকেটে তারা গড়েছেন রেকর্ড জুটি। আগে তামিম এবং সাকিবের ২০৭ রান ছিল দ্বিতীয় উইকেটে সবচেয়ে বড় জুটি। চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই জুটি গড়েন তারা। এছাড়া অল্পের জন্য যে কোন উইকেটে সর্বোচ্চ রানের জুটিটি গড়তে পারেননি তারা। যে কোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ২২৪। সাকিব এবং মাহমুদুল্লাহ চ্যাম্পিয়নস ট্রফিতে গড়েন ওই রেকর্ড।     

এরপর আগে টস হেরে শুরুতে ব্যাট করে ২৮৬ রান তোলে সফরকারী জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের হয়ে ১২৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন শেন উইলিয়ামস। এছাড়া ব্রেন্ডন টেইলর করেন ৭৫ রান। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে জিম্বাবুয়ে। জিতলে হলে বাংলাদেশকে করতে হবে ২৮৭ রান। 

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮২ রান। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১