আপডেট : ২৬ October ২০১৮
জেলার চিতলমারী উপজেলার পল্লীতে ‘সুপারি চোর’ আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে দুই কিশোরকে নির্যাতন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নুর আমিন (১৩) ও সুরজিত (১৩) নামে ওই দুই কিশোরকে সন্ধ্যায় চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নুর আমিনের বাবা আসাদ শেখ জানান, দুপুরে উপজেলার চরডাকাতিয়া গ্রামে তার প্রবাসী ভাইয়ের সুপারি বাগানে ছেলে নুর আমিন তার বন্ধুদের নিয়ে ঘুরতে যায়। এ সময় স্থানীয় ইতিহার মুন্সি ও লুৎফর শিকদারসহ কয়েকজন যুবক মিলে ‘সুপারি চোর’ আখ্যা দিয়ে নুর আমিন ও সুরজিতকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালাতে থাকে। ধারালো ব্লেডের আঘাতে ক্ষতবিক্ষত ওই দুই কিশোর আর্তচিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় নির্যাতনকারীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সন্ধ্যায় চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ইতিহার মুন্সি ও তার সহযোগীরা নির্যাতনের কথা অস্বীকার করে জানান, সুপারি চুরির অপরাধে ওদের কয়েকটি চড়-থাপ্পড় দেওয়া হয়েছে। চিতলমারী থানার ওসি অনুকূল সরকার বলেন, আহত দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আটক করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১