আপডেট : ২৫ October ২০১৮
চীন থেকে প্যাড লক আমদানির ঘোষণা দিয়ে প্যাড লক আমদানি করার অভিযোগে জেড আই এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের ৭৫ লাখ টাকার পণ্য আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। আজ রোববার চালানটি জব্দ করে কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টমস কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান জানান, জেড আই এন্টারপ্রাইজ চীন থেকে প্যাড লক আনার ঘোষণা দেয়। কন্টেইনারের পণ্যগুলোর কায়িক পরীক্ষা করে দেখা যায় এগুলো ডোর লক। তারা মিথ্যা তথ্য দিয়ে পণ্যগুলো ছাড় করা চেষ্টা করে। আমদানি করা প্যাড লকগুলোর শুল্ক কর ৩৫ হাজার টাকা। তথ্য গোপন করে আনা ডোর লকগুলোর কাস্টমস শুল্ক কর ৩৭ লাখ টাকা। সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানির চেষ্টা করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাস্টমস সূত্রে জানা গেছে, সিএন্ডএফ এজেন্ট মজুমদার ট্রেড ইন্টারন্যাশনালকে পণ্যগুলোর খালাসের দায়িত্ব দিয়েছিল জেড আই এন্টারপ্রাইজ।কাস্টমস কর্মকর্তারাসিএন্ডএফ এজেন্ট প্রতিনিধির উপস্থিতিতে চালানটির কায়িক পরীক্ষা সম্পন্ন করে। পরীক্ষা শেষে ঘোষণা বহির্ভূত ৭৫ লাখ টাকার পণ্য পাওয়া যায়। পণ্যগুলোর শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ৩৮ লাখ টাকা। শুল্ক করসহ পণ্যগুলোর মূল্য ৭৫ লাখ টাকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১