আপডেট : ২৫ October ২০১৮
কাজ হিসেবে পরিগণিত হলেও বর্তমানে এটি একটি সেবাধর্মী বাণিজ্য হিসেবে রূপলাভ করেছে। বর্তমানে চিকিৎসাব্যয় অনেক পরিবারে শাখের করাতের মতো। তাই চিকিৎসাব্যয় নির্বাহের বিষয়টি সহজতর করার জন্য কয়েকটি বিষয় আমলে নেওয়া যেতে পারে। যেমন— প্রাথমিক চিকিৎসার বিষয়টি সর্বজনীন করতে পারলে জটিল রোগের প্রাদুর্ভাব কমে আসবে এবং বিশেষায়িত হাসপাতালের ওপর চাপ কমে আসবে। সরকারি হাসপাতালে বিশেষায়িত চিকিৎসার সুযোগ-সুবিধা বর্ধিতকরণ ও মানোন্²য়নে পদক্ষেপ নিতে হবে। বেসরকারি হাসপাতালে চিকিৎসাব্যয় সর্বসাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। স্বাস্থ্যবীমা চালু করার বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে। জনগণকে সবচেয়ে বেশি ব্যয় নির্বাহ করতে হয় ওষুধ ক্রয়ে। বর্তমানে ক্যানসারসহ অনেক জটিল রোগের নতুন নতুন ওষুধে কর রেয়াত সুবিধার মাধ্যমে ক্যানসার রোগের চিকিৎসা সাশ্রয়ী করা যায়। যন্ত্রপাতি আমদানিতে কর রেয়াত ও ডায়ালাইসিস ফ্লুইড স্বল্পমূল্যে সরবরাহ করার মাধ্যমে কিডনি ডায়ালাইসিসের খরচ সাধারণের নাগালে নিয়ে আসা যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১