আপডেট : ২৫ October ২০১৮
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে এমনিতেই চলছে সেঞ্চুরির খরা। তৃতীয় দিন পার হয়ে গেলেও সেঞ্চুরির দেখা মেলেনি। এমন বিরূপ পরিস্থিতিতে সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশা গ্রাস করেছে সাব্বির রহমান রুম্মনকে। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতেই হয়েছেন রান আউট। পাওয়া হয়নি কাঙ্ক্ষিত সেঞ্চুরি। আতিফ হাসানের থ্রোয়ে সব স্বপ্ন ধূলিসাৎ রাজশাহীর তারকা ব্যাটসম্যান সাব্বির রহমানের। সাব্বিরের আক্ষেপের দিনে গতকাল রাজশাহী ৯ উইকেটে ৪১৮ রান সংগ্রহ করেছে। খুলনা প্রথম ইনিংসে করেছিল ৩০৯ রান। আজ ম্যাচের চতুর্থ ও শেষ দিন। ম্যাচটি অনুমিতভাবে এগুচ্ছে ড্রয়ের দিকে, তা বলাই বাহুল্য। রাজশাহীর সর্বোচ্চ রান সাব্বিরেরই। ১৬৯ বলে করেছেন ৯৯ রান। এছাড়া সানজামুল ৬৪, মুক্তার আলী ৪৭, ফরহাদ হোসেন ৫৬, জুনায়েদ সিদ্দিকী ৪৭, মিজানুর রহমান করেন ৪৩ রান। তৃতীয় দিন শেষে রাজশাহী খুলনার চেয়ে এগিয়ে ১০৯ রানে। অন্যদিকে রংপুরের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বরিশাল বিভাগ। শেষ দিন আজ জয়ের জন্য দলটির দরকার ১৫৯ রান। উইকেট রয়েছে সাতটি। প্রথম ইনিংসে দুই দলই অলআউট হয়েছিল ১৪৭ রানে। তবে দ্বিতীয় ইনিংসে ২২৯ রান করে রংপুর। বরিশালের হয়ে পাঁচ উইকেট নেন মনির হোসেন। বরিশালের জয়ের টার্গেট দাঁড়ায় ২৩০ রান। এ লক্ষ্যে খেলতে নেমে গতকাল তৃতীয় দিন শেষে বরিশালের সংগ্রহ ৩ উইকেটে ৭১ রান। শুরুর দিকে নাফিস (৯), রাফসান (০), মনির (৭) কিছুই করতে পারেননি। আল আমিন (৩৫) ও সামসুল ইসলাম (৯) আছেন ক্রিজে অপরাজিত। দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিরুদ্ধে জয়ের সুবাস পাচ্ছে চট্টগ্রাম বিভাগ। শেষ দিন তাদের করতে হবে মাত্র ৮৯ রান। হাতে উইকেট ৮টি। ঢাকা বিভাগ প্রথম ও দ্বিতীয় ইনিংসে করেছিল ২৮৮ ও ১৫১। চট্টগ্রাম প্রথম ইনিংসে করে ২৩৮। দ্বিতীয় ইনিংসে জয়ের টার্গেট দাঁড়ায় ২০২ রান। তৃতীয় দিন শেষে এ লক্ষ্যে খেলতে নেমে দলটির সংগ্রহ ২ উইকেটে ১১৩ রান। মুমিনুল ৬২ ও তাসামুল হক ৪৬ রানে ক্রিজে অপরাজিত আছেন। সিলেটের বিরুদ্ধে জয়ের আশায় রয়েছে ঢাকা মেট্রোও। আজ শেষ দিন জয়ের জন্য মেট্রোর দরকার ১৬৯ রান। হাতে রয়েছে ৯ উইকেট। সিলেট প্রথম ইনিংসে ৩১২ করলেও দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৮৪ রানে। প্রথম ইনিংসে ঢাকা করেছিল ৩০০ রান। জয়ের জন্য ঢাকা মেট্রোর টার্গেট দাঁড়ায় ১৯৭ রান। সিলেটের দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট লাভ করেন ঢাকা মেট্রোর কাজী অনিক। ৩ উইকেট নেন শহিদুল ইসলাম। ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ১ উইকেটে ২৮ রান। সৈকত (৫) দ্রুত বিদায় নিলেও সাদমান (১১) ও শামসুর রহমান (৭) রানে রয়েছেন অপরাজিত। সিলেটের হয়ে এক উইকেট নেন এবাদত হোসেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১