আপডেট : ২৫ October ২০১৮
মাত্র কয়েক দিন আগে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, ‘বিরাট কোহলি মানুষ নয়, অন্য কিছু। তার মাঠে নামা মানেই সেঞ্চুরি।’ এবার সেই কোহলির রেকর্ড বই রাঙিয়ে চলার পালায় ব্যাট ছড়ালেন নতুন রঙ। জন্ম হলো আরেকটি রেকর্ডের। রেকর্ডের বরপুত্র হয়ে ওঠা ব্যাটসম্যান গড়লেন ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কোহলি। দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তমে গতকাল বুধবার ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল ৮১ রান। রানের জোয়ার বইয়ে দিতে থাকা ব্যাটসম্যান নতুন ঠিকানা পেয়ে গেলেন অনায়াসেই। কোহলি ছাড়িয়ে গেছেন আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারে পা দিয়েছিলেন শচীন। ২০০১ সালে মাইলফলকটি ছুঁয়েছিলেন তিনি ২৫৯ ইনিংস খেলে। এরপর এই ক্লাবের সদস্য বেড়েছে আরো ১১ জন। কিন্তু শচীনের চেয়ে কম ইনিংস খেলে ছুঁতে পারেননি কেউই। এবার কোহলি পূর্বসূরিকে পেছনে ফেললেন অনেকটা ব্যবধানে। তার লেগেছে ২০৫ ইনিংস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১