আপডেট : ২৫ October ২০১৮
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ঝুমুর-টুসু-ভাদু’ শীর্ষক বিশেষ গানের অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মনিরা ইসলাম পাপ্পু ও টুম্পা দাশ। ‘ঝুমুর-টুসু-ভাদু’ গানের উৎপত্তি সম্পর্কে টুম্পা দাশ বলেন ঝুমুর গান হচ্ছে রাধা-কৃষ্ণ প্রেম বিষয়ক গান। এ গানে পাহাড়ি ছন্দ ও সুর থাকে। ভাদু-টুসু হচ্ছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলের একটা ফোক ফর্ম। ভাদ্র মাসে ভাদু এবং পৌষ মাসে টুসু উৎসব পালিত হয় ওই অঞ্চলে। শিল্পকলার আয়োজনে এ অনুষ্ঠানটি নিয়ে টুম্পা আরো বলেন, ‘ঝুমুর নিয়ে বাংলাদেশে এর আগে কাজ হয়েছে। ভাদু-টুসু নিয়ে কতটুকু কাজ হয়েছে সেটা নিয়ে আমাদের কাছে স্পষ্ট তথ্য নেই। এমন একটি অনুষ্ঠান বাংলাদেশে পরিবেশন করার জন্য শিল্পকলা একাডেমি আমাদের অনেক সহযোগিতা করেছে। এ জন্য শিল্পকলার সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা।’ অনুষ্ঠানে ‘ঝুমুর-টুসু-ভাদু’ সম্পর্কে বলেছেন টুম্পা ও পাপ্পু। অনুষ্ঠানের পাণ্ডুলিপি সাজানো হয়েছে ওই অঞ্চলের বাস্তব পটভূমি, ওদের জীবনযাত্রা, সংগ্রাম, ভালোবাসা, বিয়ে, বিসর্জন ইত্যাদি দিয়ে। ‘মিঠাই গ্রাম’ শিরোনামের পাণ্ডুলিপিতে টুম্পা ছিলেন টুসু ভূমিকায়। অন্যদিকে পাপ্পু ছিলেন ভাদু ভূমিকায়। ‘ঝুমুর-টুসু-ভাদু’ ফোক ফর্মটা বাংলাদেশের প্রতিটি মানুষকে জানানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। জানা গেছে, পশ্চিমবঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে স্নাতকোত্তর শেষে লোকসঙ্গীত বিষয়ে পিএইচডি করছেন মনিরা ইসলাম পাপ্পু। একই বিশ্ববিদ্যালয়ে কণ্ঠসঙ্গীতে স্নাতক শেষ করে লোকসঙ্গীতে স্নাতকোত্তর করছেন টুম্পা দাশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১