বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০১৮

ঢাকায় অবতরণের সময় চাকা ফেটেছে ভারতীয় বিমানের

ঢাকা বিমানবন্দরে ফাটলো ভারতীয় বিমানের চাকা সংগৃহীত ছবি


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭৯ যাত্রী নিয়ে অবতরণের সময় চাকা ফেটে গেছে ভারতীয় এয়ারলাইনস স্পাইস জেটের। কলকাতা থেকে আসা বিমানটির পেছনের বাঁ পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা ফেটে যায়। তবে এতে কেউ হতাহত হননি। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বুধবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ভারতীয় এয়ারলাইনস স্পাইস জেটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে যায়। বিকাল ৫টা ৪৫ মিনিটে যাত্রী নিয়ে বিমানটি ফের ঢাকা ছাড়ার কথা থাকলেও যেতে পারেনি। এ কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, চাকা ফেটে যাওয়ায় এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের ইচ্ছা অনুযায়ী অন্য এয়ারলাইনসে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কেউ পরবর্তী ফ্লাইটে যেতে চাইলেও সেই ব্যবস্থা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১