বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০১৮

খাশোগিপুত্রের করুণ চাহনি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সঙ্গে সাংবাদিক জামাল খাশোগির ছেলে সালাহ বিন জামাল খাশোগি সংগৃহীত ছবি


খাশোগির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত মঙ্গলবার রিয়াদে ইমামা প্রাসাদে খাশোগির ছেলে সালাহ ও তার ভাই সাহেলের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। খবর ডেইলি মেইল। 

এ সময় বাদশাহ ও যুবরাজ তাদের সান্ত্বনা দেন। সাক্ষাতের সময় বাদশাহ ও যুবরাজের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন খাশোগির ছেলে সালাহ বিন জামাল খাশোগি। তার চোখে-মুখে তীব্র কষ্টের ছাপ ফুটে ওঠে। ছবি দেখে মনে হচ্ছে- অনেক না বলা কথা বলতে গিয়েও বলতে পারেননি। যুবরাজের সঙ্গে হাত মেলানোর সময়ও তাকে নিষ্প্রভ দেখা গেছে।

শারীরিক ভাষা বিশেষজ্ঞদের মতে, সালাহর অঙ্গভঙ্গি বলছে তিনি এ সাক্ষাতের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তার অঙ্গভঙ্গিতে তীব্র মানসিক পীড়া ও অন্তর্নিহিত ক্ষোভ প্রকাশ পেয়েছে। দেখে মনে হয়েছে, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে ইচ্ছার বিরুদ্ধে কিছু করছেন তিনি। যদিও সাক্ষাতের সময় খাশোগির পরিবারের প্রতি সমবেদনা জানাতে মাথা কিছুটা নিচু রাখেন যুবরাজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১