বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৮

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সংগৃহীত ছবি


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করাসহ সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্যকে সামনে রেখে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর রেজিস্টারি মাঠে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশের সভাপতিত্ব করছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও পরিচালনা করছেন ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক আলী আহমদ।

বেলা আড়াইটার দিকে সমাবেশের প্রধান অতিথি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে এসে পৌঁছান।

এর আগে, আজ সকাল থেকেই ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে যোগ দিতে সিলেট ও আশপাশের এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আসতে থাকেন।   প্রতিটি মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দেওয়া হয়।

দুপুর থেকে সমাবেশস্থলে বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, মোহাম্মদ শাহজাহান, খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিমসহ কেন্দ্রীয় ঐক্যফ্রন্টের নেতারা মঞ্চে উপস্থিত হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১