আপডেট : ২৪ October ২০১৮
ধর্ষণ বিতর্কে মানসিকভাবে একটুও দমে যাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নেতিবাচক প্রভাব পড়েনি মাঠের লড়াইয়ের পারফরম্যান্সেও। নিজেকে খাটো করেও দেখছেন না পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী। বরং মাঠে ও মাঠের বাইরে নিজের আচরণকে ‘আদর্শ’ই মনে করেন সিআর সেভেন। পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ওল্ড ট্রাফোর্ডে নামার আগে আবেগতাড়িত পর্তুগিজ মহাতারকা নিজের পক্ষেই সাফাই গাইলেন- ‘জানি, মাঠে ও মাঠের বাইরে আমি শতভাগ আদর্শস্বরূপ।’ ধর্ষণ কেলেঙ্কারির অভিযোগ রোনালদোর প্রাত্যহিক জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। বেশ জোর দিয়েই দাবিটা করেছেন ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা স্ট্রাইকার, ‘সব সময় হাসিখুশি থাকি। সুখী মানুষ আমি। চমৎকার একটি ক্লাবে খেলতে পারাটা আমার জন্য আশীর্বাদ। আমার রয়েছে অসাধারণ একটি পরিবার। আছে চার সন্তান। সুস্বাস্থ্যের অধিকারী। আমার সবকিছু আছে। বাকি যেটা রইল এ বিতর্কটা আমাকে বিচলিত করতে পারেনি। খুব, খুব ভালো আছি আমি।’ অভিযোগ- ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার আগে ২০০৯ সালের ১৩ জুন যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্যাথরিন মায়োরগাকে ধর্ষণ করেন রোনালদো। বরাবরের মতো অভিযোগটা অস্বীকার করে আসছেন জুভেন্টাসের এ তারকা সুপারস্টার। জানান, হোটেলে যা কিছু হয়েছে তা দুজনের সম্মতিতেই হয়েছে। নিজের বক্তব্য থেকে এক পা-ও সরলেন না এ নামি ফরোয়ার্ড, ‘বর্তমান পরিস্থিতিতে মিথ্যা বলছি না। আমার আইনজীবীরা আত্মবিশ্বাসী এবং অবশ্যই আত্মবিশ্বাসী আমিও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখনো ফুটবল উপভোগ করে যাচ্ছি। উপভোগ করছি নিজের জীবনকেও। সত্য সব সময় সম্মুখগামী। তাই সন্দেহ নেই ভালো আছি আমি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১