বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৮

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দিপনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি : সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ আগস্ট বৃহস্পতিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার (ডেভেলপমেন্ট ফেয়ার) উদ্বোধন করার পর আমতলীর মানুষের সাথে মতবিনিময়কালে জানিয়েছিলেন, পায়রা বন্দর সফরকালে তিনি তার এক সময়ের নির্বাচনী এলাকায় (আমতলী-তালতলী উপজেলা) আসবেন। সেই কথা রাখতে তিনি আগামী ২৭ অক্টোবর শনিবার এক সরকারী সফরে তালতলী আসছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে ওইদিন বেলা আড়াইটায় তালতলী পৌঁছবেন। তিনি সদ্য সরকারি হওয়া তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় সভায় বক্তব্য রাখবেন। এর আগে প্রধানমন্ত্রী দেশের দক্ষিন অঞ্চলের পায়রা সমুদ্র বন্দর পরিদর্শন শেষে কলাপাড়ার তাপ বিদ্যুত কেন্দ্রস্থলে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন বলে সূত্র আরও জানিয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনের খবরে পুরো বরগুনা জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপন্ বিরাজ করছে। তাকে একনজর দেখার জন্য সাধারণ মানুষ তালতলী যাবার প্রস্তুতি নেয়াসহ অধির আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাহউদ্দিন নাসিম এমপি ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর বরগুনার সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শমবুকে সাথে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন। তার আগমন ও জনসভা সফল কারার জন্য বরগুনা জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী দফায় দফায় বৈঠক করছে।

বরগুনার সাবেক সাংসদ ও বর্তমান জেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, আধুনিক ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য মানুষের উৎসাহের কোন শেষ নেই। ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১