আপডেট : ২৪ October ২০১৮
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কাজী আরিফ আহমেদের ব্যক্তিগত চেম্বার থেকে তামান্না খাতুন (২১) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। বুধবার সকালে শহরের পলাশপোল এলাকায় ওই ডাক্তারের নাহার ডায়গনিষ্টিক সেন্টারে ডাক্তারের ব্যক্তিগত চেম্বার থেকে পুলিশ এ ঝুলন্ত লাশ উদ্ধার করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত তামান্না কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সেলিম গাজীর মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহতের প্রেমিক আবু সাইদকে আটক করেছে। আটক আবু সাইদ সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের আশরাফ হোসেনের ছেলে। সাতক্ষীরা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ দাশ জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কাজী আরিফ আহমেদ নাহার ডায়গনিষ্টিক সেন্টারে প্রাইভেট চেম্বার ও একই স্থানে তিনি পরিবার নিয়ে থাকেন। মঙ্গলবার তিনি স্বপরিবার নিয়ে ঢাকায় যান। আবু সাইদ রোগিদের সিরিয়াল দেওয়ার কাজ করতো। ডাক্তার ঢাকায় গেলে আবু সাইদকে ওই বাসার দেখাশুনার দায়িত্ব দেন। সাইদের সাথে তামান্নার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার তামান্না বিয়ের দাবীতে ডাক্তারের চেম্বারে আসে। এ সময় আবু সাইদ বিয়ে করতে তালবাহানা করলে রাতে সে ডাক্তারের চেম্বারে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ডাক্তার কাজী আরিফ আহমেদ জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১