বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৮

জমিতে ড্রেন কাটা নিয়ে বিরোধ

ঘিওরে কোদালের আঘাতে প্রাণ গেল কৃষকের

মানিকগঞ্জ ম্যাপ


মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ভাতরন্ড গ্রামে কোদালের কোপে হলিম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে।

বুধবার সকাল ৭ টার দিকে নিজ জমির পানি সেচ দেওয়ার ড্রেন কাটা কে কেন্দ্র করে পাশ্ববর্তী জমির মালিকের কোদালের আঘাতে ঐ কৃষক নিহত হয়।

নিহত কৃষক হালিম ভাতরন্ড গ্রামের মৃত আমছের আলীর পুত্র।

বিষয়টি পয়লা ইউপি চেয়ারম্যান মো, হারুন অর রশিদ নিশ্চিত করে বলেন, সকালে ভাতরন্ড গ্রামে জমির সেচ পানি দেওয়ার ড্রেন কাটা কে কেন্দ্র করে ৪/৫ জন কৃষক হালিম নামের ঐ কৃষক কে ঘাড়ে বা মাথায় আঘাত করে। পরে তাকে ঘিওর উপজেলা হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

প্রাথমিক ভাবে কে হালিম কে কোদাল দিয়ে আঘাত করে হত্যা করেছে তাদের নাম পরিচয় বলতে পারেন নি এ জনপ্রতিনিধি।

ঘিওর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এমন খবর শুনে ঘটান স্থলে ফোর্স পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১