আপডেট : ২৪ October ২০১৮
অবশেষে ব্যান্ডদল মিস্টিরিয়াসের অ্যালবাম ‘এক্সফাইলস’ প্রকাশিত হয়েছে। অ্যালবামটি প্রযোজনা করেছে রেকর্ড লেবেল জি-সিরিজ। প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউবের জুকবক্সে পাওয়া যাচ্ছে নয়টি গানের এই অ্যালবাম। ২০১২ সালে অ্যালবামটির কাজ শুরু হয়েছিল। কাজ শেষ হয়েছে ২০১৪ সালে। অ্যালবামের কাজ শেষ করতে এতোটা সময় লাগলো কেন প্রশ্নে ব্যান্ড লিডার ইকো বলেন, ‘প্রথমত, প্রচুর এক্সপেরিমেন্ট করেছি। এতে একটু সময় তো লাগেই। দ্বিতীয়ত, লাইনআপে মাঝে মধ্যে একটু চেঞ্জও এসেছে। সব মিলিয়ে সময়টা বেশিই লেগেছে।’ এক্সফাইলস বলতে কি বোঝাতে চেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে পলিটিক্যাল কথার গান রয়েছে। যেগুলো আসলে অনেকটা গোপন কথার মতোই, মানে বলা নিষেধ আর কি! তাই এর শিরোনাম এক্সফাইলস।’ গানগুলোর প্রায় সবগুলোই একটি বেসরকারি টিভি চ্যানেলে ইতিমধ্যেই প্রচারিত হয়েছে। অ্যালবামটি নিয়ে পরবর্তী পরিকল্পনা হিসেবে ইকো জানালেন ভিডিও নির্মাণের কথা। তবে, ভিডিওগুলো গতানুগতিক ধারার বাইরে নির্মাণের ইচ্ছে রয়েছে তার। মানের দিক থেকে যতোটা ভাল করা যায় সে চেষ্টাই থাকবে। এক্সফাইলস মূলত রক ঘরানার অ্যালবাম। থ্রাস মেটালের পাশাপাশি এখানে মেলো রক গানও রয়েছে। ইকো বলেন, ‘মিস্টিরিয়াসের সব সদস্যই বর্তমানে দেশের বাইরে। তাই এই ব্যান্ডটি নতুন করে গঠনের কাজ চলছে। নতুন লাইনআপের মিস্টিরিয়াস হবে মূলত ফোক রক টাইপের। পাশাপাশি নিজে একটা ফোক সলোর দিকে এগোচ্ছি’। এক্সফাইলসের লাইনআপ : জামিল ; গিটার, ইডি বাবু ও রবিন ; বেস গিটার, সিয়াম ; ড্রামস এবং লিড গিটার কাম ভোকাল ; ইকো। সবগুলো গানের কথা, সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন ইকো। গানগুলো রেকর্ড করা হয়েছিল সাউন্ড গার্ডেনে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১