বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৮

‘মইনুল হোসেনকে গ্রেফতার করা জরুরি ছিল’

আইনমন্ত্রী আনিসুল হক ছবি : সংগৃহীত


ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করাটা জরুরি ছিল। না হলে নারীসমাজ আরো বেশি ক্ষুব্ধ হতো। এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে যোগদান শেষে তিনি এ মন্তব্য করেন।

‘উন্নয়নের রোল মডেল বাংলাদেশ : বর্তমান সরকারের মূল্যায়ন (২০০৯-২০১৮)’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান সমিতি।

সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, সমিতির সাধারণ সম্পাদক ড. সৈয়দ আশরাফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খুরশিদা বেগম সাইদ প্রমুখ বক্তৃতা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরো বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন টেলিভিশন টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে যা বলেছেন তাতে শুধু মাসুদা ভাট্টির মানহানি হয়নি। বাংলাদেশের নারীসমাজ মনে করে, তার ঔদ্ধত্যপূর্ণ কথাটি পুরো নারীসমাজকে অপমানিত করেছে। সেখান থেকে মামলা হয়েছে। এই মামলা করার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ না নিলে বাংলাদেশের নারীসমাজ ক্ষুব্ধ হতো এবং এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অশ্লীল বক্তব্য দেওয়াকে উৎসাহ দেওয়া হতো। সে জন্যই আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আনিসুল হক বলেন, মইনুল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করার আগে থেকেই সরকারের বিরুদ্ধে টক শোতে অনেক কথাই বলতেন। তখন কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১