আপডেট : ২৪ October ২০১৮
সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দলকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি এবং তার অপরাপর সহকর্মীরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর চিন্তার অনুকূল। দুর্ভাগ্যবশত, সরকারের সাম্প্রতিক পদক্ষেপে দেশবাসী উদ্বিগ্ন। সরকারের সাম্প্রতিক পদক্ষেপে সুষ্ঠু রাজনীতির পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ সময় রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন অজুহাতে হয়রানি ও গ্রেফতার অনাকাঙ্ক্ষিত। ধারণা করা হচ্ছে, গত সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে যে বক্তব্য রেখেছেন তার ধারাবাহিকতায় রাতে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতারের ঘটনার পরিপ্রেক্ষিতে ড. কামাল এই বিবৃতি দিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১