আপডেট : ২৩ October ২০১৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় ওয়াকিটকি ও আইডিকার্ডসহ পাঁচ ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার। আজ মঙ্গলবার ফতুল্লা মডেল থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর (৪০), সুমন (৩৫), বারেক (৫৫), কাজী শওকত (৫০), মাসুম (৪০)। তারা ডেমরার বিভিন্ন এলাকায় বসবাস করতো। ফতুল্লা মডেল থানার এসআই কামরুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা আইডিকার্ড ও ওয়াকিটকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১