আপডেট : ২৩ October ২০১৮
চট্টগ্রামে গ্রেফতার বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করকে জিজ্ঞাসাবাদ করতে একদিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর জোন) মেহেদি হাসান জানান, পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার মাহবুবের রহমান শামীম ও আবুল হাশেম বক্করকে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত সোমবার দুপুরে নগরীর কাজীর দেউরির নাসিমন ভবনের দলীয় কার্যালয় সংবাদ সম্মেলন শেষে বের হলে বিএনপি নেতা শামীম ও বক্করকে জিইসি মোড় এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক বক্করের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় নাশকতা, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে। পুলিশের খাতায় তিনি এতদিন পলাতক ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১