বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০১৮

নরসিংদীতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে হাড়িদোয়া নদীর কচুরি পানার মধ্যে থেকে তরুণীর লাশ উদ্ধার ছবি : নরসিংদী প্রতিনিধি


নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে হাড়িদোয়া নদী থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়রা নদীর পাড়ে তার লাশ কচুরি পানার মধ্যে লাশ দেখতে ভেশে থাকতে দেখেন। নরসিংদী সদর মডেল থানার (ওসি তদন্ত) মো.সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নরসিংদী সদর মডেল থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

নরসিংদী সদর মডেল থানার (ওসি তদন্ত) মো.সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করার উদ্দ্যেশে চিনিশপুর কালীবাড়ী পিছনে হাড়িদোয়া নদীতে লাশ ফেলে গেছে। তিনি আরো জানান অজ্ঞাত যুবতীর পড়নে সাদা সালোয়ার কামিজ পড়া ছিল।

তরুণীর পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ধারের জন্য কাজ শুরু করেছে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১