বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০১৮

যশোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ : রেল যোগাযোগ বিচ্ছিন্ন

যশোরে অভয়নগরে মঙ্গলবার সকালে পাথর বোঝাই ট্রাক প্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে ছবি : বাংলাদেশের খবর


যশোরে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে যশোরের অভয়নগর উপজেলার পাঁচকবর নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহাসিন রেজা জানান, খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস সকাল পৌনে ৮টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন অতিক্রম করে। এরপর ট্রেনটি পাঁচকবর এলাকার করিম পেট্রোলিয়ম ডিপো এলাকায় পৌছুলে একটি পাথর বোঝাই ট্রাক রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রেললাইনের সাথে আটকে যায়। এরপর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়

স্টেশন মাস্টার মহাসিন রেজা আরো বলেন, আটকে থাকা ট্রাকটি সরিয়ে নিতে রেলকর্মীদের সঙ্গে কাজে যোগ দিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দ্রুতই ট্রাকটি সরিয়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে বলে জানান তিনি।

এদিকে ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ায় যশোর স্টেশনে সাধারন যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

বেলা ১২টার দিকে খুলনার সাথে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে স্টেশন মাস্টার জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১