বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০১৮

নাঈম হাসানের ৮ উইকেট

অফস্পিনার নাঈম হাসান সংগৃহীত ছবি


অফস্পিনের ভেলকি। জাদুকরি সব ঘূর্ণি। আর তাতেই কুপোকাত ঢাকা বিভাগের সব ব্যাটসম্যান। বল হাতে চট্টগ্রামের নায়ক তরুণ নাঈম হাসান। একাই নিয়েছেন ৮ উইকেট। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন গতকাল সবার দৃষ্টি তাই ছিল কক্সবাজারে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে উদ্ভাসিত নাঈম। তারপরও কম রানে গুটিয়ে যায়নি ঢাকা। করতে পেরেছে ২৮৮ রান।

ব্যাট হাতে ঢাকার হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন আবদুল মজিদ। শুভাগত হোম ৫৭, সাইফ হাসান ৪১, নাজমুল হোসেন মিলন ৩৫, শাহাদত হোসেন ৩৪ রান করেন। অন্যদিকে ৮ উইকেট নিতে নাঈমকে খরচ করতে হয়েছে ১০৬ রান। এর মধ্যে চারটি ওভার ছিল মেডেন।

অনেকে চোখ কচলাতে পারেন কে এই নাঈম হাসান। কিছুদিন আগেও আলোচিত ছিলেন তিনি। খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। নিউজিল্যান্ড থাকা অবস্থায় জায়গা পেয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘোষিত স্কোয়াডে। তবে মাঠে নামা হয়নি লম্বাকৃতির এই স্পিনারের। জাতীয় ক্রিকেট লিগে গত মৌসুমে অভিষেক। তবে বল হাতে তেমন কিছু করতে পারেননি। কিন্তু চলমান মৌসুমে জাদু দেখিয়েই যাচ্ছেন তিনি।

অন্যদিকে প্রথম স্তরের ম্যাচে ঘরের মাঠে বরিশালের বিরুদ্ধে মাত্র ১৪৭ রানে অল আউট রংপুর বিভাগ। জবাবে দিন শেষে বরিশালের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান। রংপুরের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন রাকিন আহমেদ। নাঈম ইসলাম করেন ৩৯। বল হাতে বরিশালের হয়ে ৫ উইকেট নিয়েছেন সোহাগ গাজী। এছাড়া মনির হোসেন দুটি উইকেট নেন।

প্রথম স্তরের আরেক ম্যাচে রাজশাহীর সঙ্গে প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৮১ রান সংগ্রহ করেছে খুলনা। সর্বোচ্চ ৭১ রান করেন তুষার ইমরান। রানের মধ্যে আছেন সৌম্য সরকার। তার ব্যাট থেকে আসে ৬৬ রান। এছাড়া এনামুল হক বিজয় ৫৬, জিয়াউর রহমান অপরাজিত ৩৭ রান করেন। বল হাতে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সানজামুল ইসলাম। ফরহাদ রেজা নেন দুটি উইকেট।

দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিরুদ্ধে ৯ উইকেটে ২৯২ রান করেছে সিলেট বিভাগ। ফিফটির দেখা মিলেছে তিনটি। সর্বোচ্চ ৬০ রান করেন সানাজ আহমেদ। এছাড়া জাকির হাসান ৫০, শাহানুর রহমান ৫৪, ইমতিয়াজ আহমেদ ৩১, আবু জায়েদ ২৬ রান করেন। বল হাতে ঢাকা মেট্রোর হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি ও কাজি অনিক। শহিদুল ইসলাম, সৈকত আলী ও আসিফ হোসেন নেন একটি করে উইকেট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১