আপডেট : ২৩ October ২০১৮
হাতের আঙুলের ইনজুরির কারণে তিনি এখন মাঠের বাইরে। খেলা হচ্ছে না জিম্বাবুয়ে সিরিজ। তাকে পাওয়া যাবে না হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। পুরো ফিট হয়ে মাঠে ফিরতে সাকিবের অন্তত সময় লাগবে মাস তিনেক। এক মাস পর আঙুলের ব্যথা না থাকলে তিনি মাঠে নামতে পারবেন। কিন্তু ব্যথা মাথাচাড়া দিলে করাতে হবে অস্ত্রোপচার। সেই হিসাবে গেলে মাস ছয়েক মাঠের বাইরে থাকতে হবে দেশসেরা এই অলরাউন্ডারকে। সাকিবকে নিয়ে চিন্তিত বিসিবি, সঙ্গে গোটা দেশও। কিন্তু এরই মধ্যে সাকিবের একটি আবেদন নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে রীতিমতো বিস্মিতও। ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে একটি টি-টোয়েন্টি লিগ। সেখানে খেলার জন্য বিসিবি বরাবর নাকি আবেদন করেছেন সাকিব। গতকাল বিষয়টি সংবাদমাধ্যমকে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। তিনি বলেন, ‘দুবাই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে সাকিব এনওসির (অনাপত্তিপত্র) জন্য আবেদন করেছে। কিন্তু তাকে দেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। দুই-একদিন লাগবে।’ দেশের ক্রিকেটে সাকিব বড় সম্পদের মতোই। আঙুলের ঝুঁকি নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফাইনালের আগেই ফিরতে হয় দেশে। তারপর ডাক্তার দেখাতে চলে যান অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেখান থেকে ফিরে সাকিব বিমানবন্দরে বলেছিলেন, ‘এটা আসলে এমন একটা প্রবলেম যেটার কোনো টাইমফ্রেম নেই। হতে পারে যে সামনের মাসেও খেলতে পারি। এখন আমার হাতে ব্যথা নেই। খুব ভালো অনুভব করছি। তবে হাতের শক্তি পুরোপুরি রিহ্যাবের মাধ্যমে ফিরে আসতে পারে। যদি আসে তাহলে সামনের মাসেও খেলতে পারি। তবে রিহ্যাবের পর যদি ব্যথা অনুভব করি, তাহলে আবার অপেক্ষা করতে হবে সার্জারির জন্য। এটা আসলে খুব অনিশ্চিত। এখনই সব বলাটা মুশকিল। হতে পারে এক মাস পরও খেলতে পারি, আবার ছয় মাসও লাগতে পারে।’ সাকিবের এমন কথার পর বিসিবিও সরলপথেই হাঁটছে। যতদিন সময় লাগুক সাকিব তা দিতে চান সুস্থ হতে। এশিয়া কাপের মতো আর কোনো ঝুঁকি নেবে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। কিন্তু এরই মধ্যে সাকিবের টি-টোয়েন্টি লিগ খেলার প্রত্যাশাটা কেন উদয় হলো, বুঝা দায়। তাহলে কি তিনি নিজেকে পুরোপুরি সুস্থ মনে করছেন। তবে সব সিদ্ধান্ত বিসিবিই নেবে, যেটা দল ও ব্যক্তির জন্য মঙ্গলজনক। বিসিবি এটাও পরিষ্কার করে বলে দিয়েছে, ইনজুরিগ্রস্ত খেলোয়াড়দের নিয়ে চিন্তায় তারা। এদের বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ করতেই চেষ্টা চালাবে বোর্ড। সাকিবের বাঁ হাতের কড়ে আঙুলে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে অস্ত্রোপচার করানো যাবে না। তবে এরই মধ্যে কেন আরব আমিরাতের টুর্নামেন্টে খেলতে চাইছেন? আগামী ২৩ ডিসেম্বর শুরু হবে আমিরাতের এই টুর্নামেন্ট, শেষ হবে ২০১৯ সালের জানুয়ারির ১ তারিখ। ম্যাচগুলো হবে দুবাই, শারজাহ আর আবুধাবিতে। এরপর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যেখানে খেলার আশা করছেন সাকিব। এখন সবই নির্ভর করছে তার ইনজুরির উন্নতি ও বিসিবির সিদ্ধান্তের ওপর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১