আপডেট : ২৩ October ২০১৮
শানারেই দেবী শানু অভিনীত ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে। ছবিটি আগামী মাসেই মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এর প্রযোজক খিজির হায়াত খান। তিনি বলেন, ১৮ অক্টোবর ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আসছে নভেম্বরে বড়পর্দায় দেখা যাবে ছবিটি। ছবিটির মূল চরিত্রে অভিনয় করা এই প্রযোজক আরো বলেন, টিমের বহু পরিশ্রমের ফলেই ছবিটির নির্মাণকাজ ভালোভাবে শেষ হয়েছে। আর ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আমরা খুবই আনন্দিত। শানু এ প্রসঙ্গে বলেন, যেকোনো শিল্পীই চান তার অভিনীত চরিত্রটি মানুষ পর্দায় দেখুক। ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে শুনে ভালো লাগছে। ছবির নির্মাতা আবু আক্তারুল ইমান বলেন, এটা আমার প্রথম কাজ। তাই এর প্রতি আমার ভালোবাসা কতখানি তা বলে বোঝাতে পারব না। আজ আনকাট সেন্সর পাওয়ার খবরে আমি আনন্দে কিচ্ছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। আমার পুরো টিমটাকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই দিনটি দেখতে পেলাম। দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মিস্টার বাংলাদেশ’। কেএইচকে প্রডাকশনের ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে। ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন টাইগার রবি। শুধু তাই নয় এই চলচ্চিত্রের মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে সোলাইমান সুখন ও শামীম হাসান সরকারের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১