আপডেট : ২৩ October ২০১৮
আইয়ুব বাচ্চু ছিলেন এলআরবির প্রাণভোমরা। প্রধান ভোকাল এবং লিড গিটারিস্ট। বাচ্চু মারা যাওয়ার পর ব্যান্ডটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, ভোকাল হান্ট কার্যক্রমের মাধ্যমে তা পূরণ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ব্যান্ডটির ম্যানেজার শামীম। তিনি বলেন, এ ব্যাপারে এখনই কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে যেতে পারিনি আমরা। আগামী বৃহস্পতিবার বাচ্চু ভাইয়ের পরিবারের সঙ্গে আমরা আলোচনায় বসব। তার স্ত্রী ও ছেলেকে নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত, আইয়ুব বাচ্চুর এলআরবি তাদের কাছে বুঝিয়ে দিতে চাই। দ্বিতীয়ত, আমরা আলোচনা করে ঠিক করতে চাই ব্যান্ডটির কার্যক্রম কীভাবে চলবে। শামীম বলেন, প্রাথমিকভাবে আমরা এলআরবিতে নতুন সদস্য যুক্ত করার পক্ষে। যদি আহনাফ ব্যান্ডের সঙ্গে যুক্ত হতে চান তাহলে তো কথাই নেই। কিন্তু তিনি কানাডায় পড়াশোনা করছেন। ঠিক এই মুহূর্তে ব্যান্ডের সঙ্গে কীভাবে যুক্ত থাকতে পারবেন তা ঠিক জানি না। তবে এলআরবির ভোকাল দরকার। কারণ আইয়ুব বাচ্চু ছিলেন ব্যান্ডটির প্রধান ভোকাল। তার অবর্তমানে ব্যান্ডের গানগুলো গাওয়ার জন্য উপযুক্ত ভোকাল দরকার আমাদের। তার জন্য ভোকাল হান্ট কার্যক্রমের আশ্রয় নিতে পারি আমরা। শামীম আরো বলেন, দেশে একটি আন্তর্জাতিক মানের মিউজিক ইনস্টিটিউট হবে, এখান থেকে দক্ষ ছেলেমেয়ে তৈরি হবে, এমন স্বপ্ন আইয়ুব বাচ্চু অনেক বছর ধরে দেখেছেন। পাশাপাশি আমরা চাই আইয়ুব বাচ্চুর গানগুলো যেন বেঁচে থাকে। চট্টগ্রাম কিংবা দেশের যেকোনো স্থানে যাতে এমন একটি প্রতিষ্ঠান গড়া সম্ভব হয়, এ ব্যাপারে আমরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করব। এ ছাড়া আইয়ুব বাচ্চুর ব্যবহার করা গিটার, গান ও বিভিন্ন কিছু নিয়ে তার নামে একটা স্মৃতি জাদুঘর করার ব্যাপারেও ভাবছি। তাতে ভবিষ্যৎ প্রজন্ম কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীকে জানতে পারবে, তাকে নিয়ে চর্চা করবে, তার কাজ নিয়ে গবেষণা করবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১