বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০১৮

রোববার থেকে সড়ক পরিবহনে ৪৮ ঘণ্টা কর্মবিরতি

পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক প্রতীকী ছবি


সদ্য অনুমোদন পাওয়া সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে ফের কর্মবিরতিতে যাচ্ছে পরিবহন শ্রমকিরা। আগামী ২৮ অক্টোবর ভোর ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে তারা। গতকাল সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন -২০১৮’ পাস হয়েছে। এই আইনে শ্রমিক স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে। আইনে সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকি রয়েছে। এমনই অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না, যার কারণে আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই। তাই আইনের এসব ধারা বাতিলসহ ৮ দফা দাবিতে ২৮ অক্টোবর ভোর ৬টা সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনটির নেতৃত্ব দিচ্ছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১