বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০১৮

সব সরকারের অধীনে চাকরির মানসিকতা রাখুন : হারুন


সব সরকারের অধীনে চাকরি করার মানসিকতা নিয়ে পুলিশকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।

আজ সোমবার বিকেল তিনটায় নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয় মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি এ সময় পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, এই সরকার শেষ সরকার নয়, আরো সরকার আছে। সরকারের হয়ে ভিন্নমত দমনে অতিউৎসাহী হবেন না। সব সরকারের অধীনে চাকরি করার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করুন।

হারুন বলেন, পৃথিবীর কোথাও এত বয়স্ক নাগরিক কারারুদ্ধ থাকার নজির নেই। কিন্তু এই সরকার প্রতিহিংসাবশত সত্তোর্ধ্ব বেগম জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আমির খসরু একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। আদালতের কাঁধে বন্দুক রেখে তাকে কারাগারে বন্দি করেছে সরকার। তিনি বেগম খালেদা জিয়া, আমির খসরুসহ সকল বন্দির মুক্তির দাবি করেন।

নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ আজিজ ভোলা, নাজিমুর রহমান, সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান, নগর বিএনপির যুগ্ম সম্পাদক কাজী বেলাল, ইয়াসিন চৌধুরী লিটন ও কামরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের রাজনৈতিক অবস্থান ও জনগণের সাধে সম্পৃক্তাকে ভয় পায় সরকার। তাই তাদের একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। একই সাথে বেগম জিয়ার সৈনিক আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠিয়ে সরকার ভেবেছিল নেতা-কর্মীদের দমিয়ে রাখবে। কিন্তু নেতা-কর্মীরা আরো সক্রিয় হয়ে রাজপথে নেমেছে। সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তাই তারা দমন নীতি গ্রহণ করে।

তিনি বলেন, আজ দুপুরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করকে গ্রেফতার করা হয়েছে। নগর সভাপতি ডা. শাহাদাতের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কাল যদি আমিও না থাকি এ আন্দোলন বন্ধ থাকবে না।পরবর্তী পদের নেতারা আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১