বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০১৮

চট্টগ্রামে বিএনপি নেতা শামীম-বক্কর গ্রেফতার


চট্টগ্রামের জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টের সামনে থেকে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের উপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার পর আজ সোমবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মেহেদি হাসান জানান, জিইসির মোড়ের একটি রেস্টুরেন্টের সামনে থেকে মাহবুবের রহমান শামীম ও আবুল হাশেম বক্করকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রোববার দুপুরে আদালত প্রাঙ্গণের পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা রয়েছে।

এর আগে রোববার দুপুরে কোতোয়ালী থানায় দায়ের হওয়া তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় জামিন না মঞ্জুর করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

এ সময় আদালত প্রাঙ্গনে পুলিশের কাজে বাধা ও হামলা হয় বলে অভিযোগ তোলে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই মোঃ ইদ্রিস বাদি হয়ে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১