আপডেট : ২১ October ২০১৮
চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হওয়ার পর চট্টগ্রামে প্রথম আনুষ্ঠানিক বৈঠক আয়োজন করা হয়েছে। আগামীকাল কাজীর দেউরির বিএনপি কার্যালয় নাসিমন ভবনে সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আগামী ২৭ অক্টোবর লালদীঘিতে সমাবেশ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, ২৭ অক্টোবর আমরা লালদিঘীতে সমাবেশ করবো। সমাবেশের অনুমতি না দেয়ার কোন কারণ নেই। ঐক্যফ্রন্টের সদস্য সংগঠন নাগরিক ঐক্যের চট্টগ্রাম আহবায়ক সোহরাব হোসেন বলেন, ঐক্যফ্রন্ট আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে কাল থেকে মাঠে নামছে। বিএনপি কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হবে। তিনি বলে, ২৭ অক্টোবর ঐক্যফ্রন্ট লালদীঘিতে সমাবেশ করবে। এ বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সিলেটে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। তাই আমরাও সমাবেশের অনুমতি পাবো বলে আশা করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১