আপডেট : ২১ October ২০১৮
দিনাজপুরের পার্বতীপুরে দূর্গাপূজার ডিউটিতে অন্তর্ভুক্তির কথা বলে আনসার ভিডিপি সদস্যদের নিকট থেকে নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়ের বিরুদ্ধে। জানা যায়, গত ১৫ অক্টোবর থেকে ষষ্ঠি পূজার মধ্যদিয়ে বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গাপূজা শুরু হয়। একে কেন্দ্র করে পার্বতীপুরে পূজামন্ডপে নিরাপত্তার দায়িত্বে ট্রেনিংপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্যদের নিয়োজিত করার কথা থাকলেও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাদের নিয়ে রীতিমত বাণিজ্য করেন। আবার যে সব আনসার ভিডিপি সদস্য বিভিন্ন সময় নির্বাচনী ডিউটি পালন বা বিগত বছরের দূর্গাপূজা সমূহে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন তাদের বাদ দিয়ে শুধুমাত্র নগদ অর্থের বিনিময়ে সাধারণ লোকেদের কাঁধে এ গুরু দায়িত্ব দেয়ার অভিযোগ রয়েছে। এদিকে, উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের আনসার ভিডিপির দলপতি জহির উদ্দীন আজ রবিবার এ ব্যাপারে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রতিকার চেয়ে জেলা আনসার ভিডিপি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে সদস্যের নিকট থেকে জনপ্রতি ৪শ’ টাকা থেকে ৫শ’ টাকা আদায় করে ওই কর্মকর্তা। এছাড়াও প্রশিক্ষণবিহীন সাধারন লোকের কাছে আরো অতিরিক্ত টাকা নিয়ে আনছার ও ভিডিপি সদস্যদের স্থলে দায়িত্ব দেবার অভিযোগও রয়েছে। উল্লেখ্য, এবার উপজেলায় ১৫৩ টি মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা হয় প্লাটুন কমান্ডার (পিসি) ৩৩ জন, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) ১৫৩ ও আনসার সদস্য ৪৯২ জন। প্লাটুন কমান্ডার ৫দিনের পারিশ্রমিক হিসেবে পাওয়ার কথা ২৬১০ টাকা, সহকারী প্লাটুন কমান্ডার ২৬১০ ও আনসার ও ভিডিপি সদস্য ২৩৬০ টাকা করে। আগামীকাল সোমবার এসব পিসি, এপিসি আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে তাদের পারিশ্রমিকের টাকা বিতরণের কথা রয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায় মুঠোফোনে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। একজন কর্মকর্তা আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে পার্বতীপুরে পুনরায় আসার জন্য এসব করছেন বলে তিনি উল্লেখ করেন।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, দূর্গাপূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করার শর্ত হিসেবে আনসার ও ভিডিপি সদস্যদের কাছ থেকে পার্বতীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উৎকোচ গ্রহন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১