বাংলাদেশের খবর

আপডেট : ২১ October ২০১৮

কালুখালীতে ২৬৪ টি পরিবার পেল নতুন বিদ্যুৎ সংযোগ

রাজবাড়ীর কালুখালীতে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম ছবি : বাংলাদেশের খবর


রাজবাড়ীর কালুখালীতে উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের ২৬৪ টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ইউনিয়নের সুন্দরকান্দি সার্বজনীন জটাধর মহাশশ্মান প্রাঙ্গণে শুভগ্রাম বিদ্যুতায়ন স্লুইচ টিপে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

এসময় তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচনের আহবান জানান।

অনুষ্ঠানে সুকুমার কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব বাবু সত্যরঞ্জন, নির্বাহী প্রকৌশলী বলরাম মন্ডল, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ কামরুল ইসলাম গোলদার সহ আরো অনেকে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন পাংশা পৌর মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাস, কালুখালী থানা অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা, পূজা উদযাপন কমিটির সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, সুন্দরকান্দি সার্বজনীন মহাশশ্বান কমিটির সাধারণ সম্পাদক সুরেস প্রামানিক সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মদাপুর ইউপির কাটাবাড়ীয়া, দূর্গাপুর, মদাপুর, শিবানন্দপুর গ্রামের ৭৩,৮৪,৫০০/- টাকা ব্যায়ে ৪.৮৯৯ কিঃমিঃ বৈদ্যুতিক লাইনের সংযোগ স্থাপন করে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১