আপডেট : ২১ October ২০১৮
রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন কাজ করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সিইসি বলেন, ‘রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবে না ইসি। জনগণের চাওয়া বুঝে কাজ করবে ইসি। আর ইসির সব কর্মকর্তাকে জনগণের চাওয়া বুঝে কাজ করতে হবে। তবে সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।’ তিনি বলেন, ‘রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ। আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে নির্বাচন কমিশনকে। ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১