বাংলাদেশের খবর

আপডেট : ২১ October ২০১৮

হত্যার ঘটনায় এক সৌদি জেনারেল বহিষ্কার

মেজর জেনারেল আহমেদ আল-আসিরি সংগৃহীত ছবি


খাশোগি হত্যার ঘটনায় মেজর জেনারেল আহমেদ আল-আসিরি নামে এক গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করেছে সৌদি আরব। গোয়েন্দা সংস্থার উপ-পরিচালকের দায়িত্বে থাকা আসিরি পুরো অভিযানের পরিকল্পনায় ছিলেন বলে দাবি করেছে দেশটি।

সৌদি সরকারের আনুষ্ঠানিক ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, খাশোগির নিহত হওয়া নিয়ে একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এতে দাবি করা হবে, জিজ্ঞাসাবাদের সময় এক গোয়েন্দা কর্মকর্তা ভুল করে খাশোগিকে হত্যা করেন। এবার সে কর্মকর্তার নাম প্রকাশ করে সংবাদমাধ্যমটি জানায়, সৌদি যুবরাজের উচ্চ পর্যায়ের উপদেষ্টা মেজর জেনারেল আহমেদ আল আসিরির ওপর এর দায় চাপানোর পরিকল্পনা হয়েছে। 

আসিরিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ বলেই সবাই জানে। গত বছর গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালন শুরুর আগ পর্যন্ত তিনি যুবরাজের উপদেষ্টা ছিলেন। আলজাজিরার সাংবাদিক অ্যান্ড্রু সিমন্স জানান, রাজ দরবারে আসিরি গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তি। এজন্য খাশোগি হত্যার আংশিক দায় তার ওপর চাপানো হয়েছে। তবে তুরস্কের সংবাদমাধ্যমে যে ১৫ সদস্যের কিলিং স্কোয়াডের পরিচয় প্রকাশ করা হয়েছে তাতে নেই এই মেজর জেনারেলের নাম।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, খাশোগি হত্যা অভিযানের দায়িত্বে ছিলেন আসিরি। যদিও রিয়াদের দাবি, খাশোগিকে রিয়াদে ফিরিয়ে আনতেই গিয়েছিল ১৫ সদস্যের দল। কিন্তু সেখানে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে একজন খাশোগির গলা চেপে ধরে। এতে শ্বাসরোধে তার মৃত্যু হয়। এর আগে খবরে বলা হয়, খাশোগিকে জীবিত অবস্থায় ময়নাতদন্ত বিশেষজ্ঞ করাত দিয়ে টুকরো টুকরো করেন। মাত্র সাত মিনিটে তিনি এ কাজ সম্পন্² করেন।

টুকরোগুলো বড় স্যুটকেসে করে কনস্যুলেট থেকে বের করে নেওয়া হয়। লাশের সন্ধানে তুর্কি কর্তৃপক্ষ স্থানীয় একটি পার্ক ও জঙ্গলে অনুসন্ধান চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ খাশোগির হত্যার বিষয়টি নিশ্চিত করলেও তার মরদেহ কোথায় আছে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১