আপডেট : ২০ October ২০১৮
লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জন্য বরাদ্দ ২২ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। ভিজিএফের চাল বাজারে বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে চর আবদুল্লাহ ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিনের কার্যালয়ের পাশে জামাল উদ্দিনের গুদামঘরে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক। এ সময় ২২ বস্তা ভিজিএফের চাল উদ্ধার ও গুদামঘরের মালিক জামালকে আটক করা হয়। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশকে সঙ্গে নিয়ে জামালের গুদাম ঘরে অভিযান চালানো হয়। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য বরাদ্ধকৃত ভিজিএফের ২২ বস্তা চাল জব্দ ও প্রতিষ্ঠানের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা মৎস্য কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত ভিজিএফের ২২ বস্তা চাল থানা হেফাজতে রয়েছে। এছাড়াও এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১