আপডেট : ২০ October ২০১৮
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি কারখানার গেট ভেঙে মাথায় পড়লে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কেয়া স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী (৩৮) জামালপুর সদর থানার মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় কাউন্সিলর কাউসার আহমেদ জানান, সুরুজ জরুন এলাকায় বাসা ভাড়া নিয়ে কারখানার গুদামে লোড-আনলোডের কাজ করতেন। ওইদিন রাতে গুদামের গেটের একটি অংশ ভেঙে তার মাথার ওপর পড়ে। উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনাবাড়ীর ওসি (তদন্ত) কলিন্দ্র চন্দ্র জানান, রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১