বাংলাদেশের খবর

আপডেট : ২০ October ২০১৮

নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলারডুবি, শিশুর মৃত্যু


ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় শরিফ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সাত্তার বেপারি (৬০) নামে অপর একজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার তেঁতুলিয়া নদীর শাখা দেউলা খালের ফকিরবাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত শরিফ গঙ্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসী জাকির মাতব্বরের ছেলে।

স্থানীয়রা জানায়, দুর্গাপূজা উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থা বোরহানউদ্দিন লঞ্চঘাট থেকে শান্তিরহাট পর্যন্ত নৌকাবাইচের আয়োজন করে। এ সময় দর্শকদের একটি ট্রলার কুতুবা ৪ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকায় শতাধিক লোক নিয়ে ডুবে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় অনেককে উদ্ধার করলেও শরিফ ও সাত্তার নিখোঁজ থাকে। পরে সন্ধ্যার দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, এক শিশু মারা গেছে তবে নিখোঁজের তথ্য জানা নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১